Wellcome to National Portal
Main Comtent Skiped

Training Advice

প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ

উপজেলা রিসোর্স  সেন্টার ,ফকিরহাট,বাগেরহাটে নতুন শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ,বিষয়ভিত্তিক প্রশিক্ষণ –বাংলা,বিষয়ভিত্তিক প্রশিক্ষণ –ইংরেজি,বিষয়ভিত্তিক প্রশিক্ষণ –গণিত,বিষয়ভিত্তিক প্রশিক্ষণ –বিজ্ঞান,বিষয়ভিত্তিক প্রশিক্ষণ-বা ও বি,বিষয়ভিত্তিক প্রশিক্ষণ-চারু ও কারু,বিষয়ভিত্তিক প্রশিক্ষণ-শারীরিক শিক্ষা,বিষয়ভিত্তিক প্রশিক্ষণ-সংগীত,শিক্ষকদের জন্য সাব-ক্লাস্টার ম্যানুয়াল তৈরি বিষয়ক প্রশিক্ষণ ,একাডেমিক তত্ত্বাবধান প্রশিক্ষণ ,বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (SMC)প্রশিক্ষণ,স্লিপ প্রশিক্ষণ,শিক্ষাক্রম প্রশিক্ষণ,উপকরণ প্রশিক্ষণ,মার্কার প্রশিক্ষণ,প্রাক-প্রাথমিক প্রশিক্ষণ,একীভূত  প্রশিক্ষণসহ প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ঠ বিভিন্ন কমিটির দক্ষতা উন্নয়নে নানাবিধ প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

প্রশিক্ষণ শেষে শিক্ষকরা নিজ বিদ্যালয়ে উক্ত প্রশিক্ষণ বাস্তবায়ন করেন বিভিন্ন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে।এতে প্রাথমিক শিক্ষার গুণগত মানের দৃশ্যমান উন্নয়ন ঘটছে।এসকল কাযক্রমে উপজেলা রিসোর্স সেন্টার,ফকিরহাট,বাগেরহাট শিক্ষকদেরকে বিভিন্নভাবে সহায়তা ও পরামর্শ করে আসছে।