যেহেতু
q ইউআরসিগুলো উপজেলা হেড কোয়ার্টারে অবস্থিত।
q ইউআরসির কর্মকর্তাগণ পেশাগত যোগ্যতা ও শিক্ষণবিজ্ঞান (পেডাগোজি) জ্ঞান সম্পন্ন।
q কর্মকর্তাগণ আইসিটি ইন এডুকেশন সহ প্রাথমিক শিক্ষা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।
q প্রশিক্ষণ পরিচালনার জন্য উপজেলা পর্যায়ে শিক্ষক প্রশিক্ষক রয়েছে।
q থানা/উপজেলা পর্যায়ে ইউআরসির প্রশিক্ষণ কক্ষ ও আসবাবপত্র অধিকতর মানসম্মত।
q পিটিআই ও ডিপিইও অফিসের সমন্বয় সভায় অংশগ্রহণ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটিতে অন্তর্ভুক্তি।
q প্রধান শিক্ষকদের সমন্বয় সভায় একাডেমিক বিষয়ে আলোচনা করা।
q প্রশিক্ষণ প্রতিফলন শ্রেণিকক্ষে বাস্তবায়ন দেখভাল করার সুযোগ।
q উপজেলা পর্যায়ে জাতীয় জনগুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ।
q স্থানীয় পর্র্যায়ে উদ্বুদ্ধকরণমূলক কর্মশালা/সেমিনারে অংশগ্রহণ।
q জাতীয় শিক্ষা সপ্তাহ সহ জাতীয় দিবস উদযাপনে অংশগ্রহণ।
q প্রশিক্ষণ ও একাডেমিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রদর্শন।
q বিদ্যালয় পরিদর্শনে সরকারি যানবাহন ব্যবহার।
q শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় অনুশীলনসহ গবেষণা করার উপযোগী।
সেহেতু উপজেলা রিসোর্স সেন্টার,প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে ফলপ্রসূ ভূমিকা রাখতে পারবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস