মান সম্মত শিল্প সামগ্রী উৎপাদনে যেমন প্রয়োজন দক্ষ প্রশিক্ষিত কারিগর তেমনি প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী, টেকসই ও মানসম্মত করার জন্যও দরকার দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক। দক্ষ ও যোগ্যতা সম্পন্ন শিক্ষক ছাড়া কোনভাবেই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। শিক্ষকগনের এই পেশাগত দক্ষতার উন্নয়ন করতে হলে দরকার বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ, পাঠ সমীক্ষা, মনিটরিং ও মেনটরিং। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নকল্পে ইন্সট্রাক্টর ইউ আর সি, ফকিরহাট বিভিন্ন বিষয়ের বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ সহায়তা দিয়ে আসছে। তাছাড়া পাঠ সমীক্ষা, শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষন ও সহায়তা প্রদান এবং চাহিদাভিত্তিক সাবক্লাস্টার প্রশিক্ষণ সহায়িকা প্রণয়ন ও প্রশিক্ষন কার্যক্রম পর্যবেক্ষন ও ফিডব্যাক প্রদানের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গুরূত্বপূর্ন ভূমিকা রাখছে।
পিটিআই-কেন্দ্রিক সি-ইন-এড সমাপ্তির পর প্রাথমিক শিক্ষকদের স্থানীয় পর্যায়ে আর কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ ছিল না। অথচ শিক্ষণ কাজ একটি জীবনব্যাপী সাধনা ও অনুশীলনের কাজ। শিক্ষকদের এ অব্যাহত প্রশিক্ষণ-সুযোগ সৃষ্টির জন্য ইউআরসি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এ প্রতিষ্ঠানটি প্রাথমিক শিক্ষকদের জন্য বেসিক-ইন-সার্ভিস, বিষয়ভিত্তিক (বাংলা, গণিত, ইংরেজি, পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান), উপকরণ উন্নয়ন, প্রাক-প্রাথমিক শিক্ষা, শ্রেণিকক্ষে মানোন্নয়ন, আইসিটি ইন এডুকেশন, সুস্বাস্থ্যে শিক্ষা, শিখবে প্রতিটি শিশু বিষয়ক প্রশিক্ষণ; প্রধান শিক্ষকদের জন্য বিদ্যালয় ব্যবস্থাপনা ও একাডেমিক সুপারভিশন, একীভূত শিক্ষা; এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সদস্যদের জন্য প্রশিক্ষণ আয়োজন ও পরিচালনা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস